পাবনার আটঘরিয়া উপজেলার চৌবাড়িয়া গ্রামের আব্দুল করিম প্রামানিক (৬৫) নামক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ওই গ্রামের মৃত খবির প্রামানিকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার ১৯ সেপ্টেম্বর বেলা ১২ টার দিকে সবার অজান্তে বিষপান করে অসুস্থ্য হয়ে পড়েন। বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ২০ সেপ্টেম্বর সে মারা যায়। তবে এলাকাবাসি জানান, দীর্ঘদিন ধরে ছেলে সাথে পিতার মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল এইকারনেই ছেলের উপর অভিমান করে সে বিষপানে আত্মহত্যা করেছে।