সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাবনায় মাছভর্তি গাড়ির ধাক্কায় এক ব্যাক্তি নি*হ*ত, আ*হ*ত ১ জন  বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী বিভিন্ন কিন্ডারগার্ডেন ও মাদ্রাসার শিক্ষার্থীদের দক্ষিণ সুলতানপুর স: প্রা: বি: ভর্তি দেখিয়ে উপবৃত্তির টাকা দেওয়ার অভিযোগ  পাকুন্দিয়ায় তিন দিনব্যাপী তরুণ নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সেরা সংগঠন সম্মাননা পেল বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (বিএসএসকেপি) চাটমোহরে মাদ্রাসার সুপারকে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই চোর গ্রেফতার ভূঞাপুরে রাতের আধারে কৃষি জমির মাটি কেটে বিক্রি, অভিযোগ দিলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন

আটোয়ারীতে ৩৮৫ বোতল ফেনসিডিল সহ মাইক্রোবাস আটক

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১, ৬:৩৫ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৮৫ বোতল ফেনসিডিল, মাদক পরিবহন কাজে ব্যবহৃত মাইক্রোবাস সহ দুই মাদক কারবারীকে আটক করেছে। সংক্ষিপ্ত বিবরণে জানাগেছে, পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী’র নির্দেশে প্রতিদিন আটোয়ারী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই ধরাবাহিকতায় বুধবার(২০ সেপ্টেম্বর) রাত প্রায় ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক কারবারীকে আটক করার উদ্দেশ্যে ফকিরগঞ্জ বাজার এলাকায় রাস্তা সংলগ্ন লিচু বাগানে পুলিশ ওৎ পেতে থাকে। তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝার এলাকা হতে ফেনসিডিল বহনকারী মাইক্রোবাসটি লিচু বাগানের কাছে পৌছালে পুলিশের অভিযানকারী দল মাইক্রোবাসটি আটকের চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসটি দ্রুত গতিতে পালনোর চেষ্টা করে। পুলিশ মাইক্রো বাসটিকে পিছু ধাওয়া করলে মাইক্রো বাসটি ফকিরগঞ্জ বাজারে প্রবেশ করে জনসমাগম সহ যানজটে পড়ে। ঘটনা বেগতিক দেখে মাইক্রো বাস থেকে নেমে ৩জন দৌড়ায় পালিয়ে যায়। এসময় পুলিশ মাইক্রো বাস সহ দুইজনকে আটক করতে সক্ষম হয়। ঘটনাস্থলে মাইক্রো তল্লাশী কালে মাইক্রোর পিছনের ব্যাকডালা খুলে ৩টি প্লাষ্টিকের বস্তায় রক্ষিত মোট ৩৮৫ বোতল কোডিনযুক্ত মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পুলিশ আটককৃত মাদক কারবারী ,ফেনসিডিল সহ মাইক্রোবাস(ঢাকা মেট্রো-চ-৫৪-১০৯৫) থানায় নিয়ে আসেন। অভিযানকারী দলের অন্যান্য পুলিশ সদস্যরা হলেন, এসআই মোকারম হোসেন, এসআই রাশেদুজ্জামান, এসআই শাহীন আল মামুন, এসআই প্রহল্লাদ রায়, এএসআই মিজানুর রহমান, এএসআই আবু রায়হান, এএসআই আব্দুল মালেক, কনস্টেবল ইমরান আলী, নূরে আলম, বাবুল হোসেন, কামরুল হাসান, আল ইমরান, মোক্তার আলী, জাহিনুর আলম। তাৎক্ষনিক আটককৃত মাদক কারবারীরা হলো, পঞ্চগড় সদর থানার ধাক্কামারা ইউনিয়নের দরুয়াপাড়া এলাকার মোঃ শহীদ আলীর পুত্র মোঃ আমিনুল ইসলাম(৩১) ও মোঃ আব্দুর রশিদের পুত্র মোঃ কাবুল ইসলাম। আটককৃতদের জবানবন্দী মতে পলাতক মাদক কারবারীরা হলো, পঞ্চগড় সদর থানার ধাক্কামারা বানিয়াপাড়া এলাকার মোঃ রবিউল ইসলামের পুত্র মোঃ আরিফুর জামান লিটন(৩০), পঞ্চগড়ের কমলাপুর এলাকার মোঃ আব্দুর রাজ্জাকের পুত্র মোঃ ফরিদ আলম(২৪) ও আটোয়ারী উপজেলার ছেপড়াঝার গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র মোঃ সুলতান আলী(৫২)। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন ২৮৫ বোতল ফেনসিডিল, মাদকদ্রব্য বহনকারী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫৪-১০৯৫) সহ দুই মাদক কারবারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৪(গ) ধারার অপরাধে পলাতক আসামী সহ ৫জনের নামে থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নং-১০, তারিখ: ২১/০৯/২০২১। তিনি আরো জানান, পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর