টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রহমান তালুকদার (দুদু) মিয়ার স্বরণে গোপালপুর বৈরাণ নদীতে ২ দিন ব্যাপী নৌকা-বাইচ অনুষ্ঠিত হয়েছে।
সুন্দর গ্রামবাসীর আয়োজন ২০ সেপ্টেম্বর সোমবার সময় দুপুর ৪ ঘটিকা ঐতিহ্যবাহী বৈরান নদীতে এ নৌকা ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ পরিচালনা কমিটির আহ্বায়ক ও
উপজেলা যুবলীগ সাবেক আহ্বায়ক মো. আশরাফুজ্জামান আজাদ এর পরিচালনায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গোপালপুর ও ভূঞাপুরের মাননীয় জাতীয় সংসদ সদস্য এমপি ছোট মনির, আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য এসএম রফিকুল ইসলাম রফিক, আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার আরিফ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক আরো অন্যান্য নেতৃবৃন্দ বৃন্দ ।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন জায়গা আসা নৌকা বাইচ প্রেমি ও নদীর দু’পাড়ে হাজারো দর্শক।