মহেশখালীর কালারমারছড়ার ইউুনুছখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অস্ত্রধারী প্রতিপক্ষের হামলায় ১জন আহত হয়েছে। আহতকে চকরিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগীর পরিবার।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কালারমারছড়া ইউনুছখালী বাজারের ফরিদের কুলিং কর্ণারে এ হামলার ঘটনা ঘটে। আহতব্যক্তি হলেন কালারমারছড়া মাইজপাড়া’র (৩ নং ওয়ার্ড) হারুন তাহেরের ছেলে মোস্তফা কামাল। হামালাকারীরা হলেন একই এলাকার মৃত মোহাম্মদ শরিফের ছেলে লতিফুল ইসলাম (৩৮), এনামুল হকের ছেলে জিহান (১৯) ও মোঃ জিসান (২১) সহ কয়েকজন। এ হামলার নেতৃত্ব দেন লতিফুল ইসলাম। এমনটাই জানান,মোস্তফা ও তার পরিবার। আহতের পরিবার জানান, জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব শক্রতার জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। গতকাল সন্ধ্যা ৭ টার দিকে মোস্তাফা কামালের উপর ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেন আহত মোস্তাফার বৃদ্ধ পিতা। হামলাকারীরা কিছু বুঝে উঠার আগেই মারধর এবং লুটপাট চালায় মোস্তাফা কামালের সাথে থাকা ইসলামী ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল ও ব্যবসার নগদ ৪২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় বলে জানান আহত মোস্তফা। প্রত্যক্ষদর্শী বাবু এ বিষয়ে বলেন, ব্যবসায়িক হিসাব নিকাশ করার সময় অতর্কিত এ হামলা ঘটে।
ইতিপূর্বে জমি বিরোধের জের ধরে গত ২ সেপ্টেম্বর প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছে। এ ঘটনায় কথিত যুবলীগ নেতা নামধারী বেলাল উদ্দিন সহ ৭জনের নাম উল্লেখ করে আরও ৪-৫ জনকে অজ্ঞাত বিবাদী দেখিয়ে থানায় জি আর ২৫৫/২১ মামলা দায়ের করা হয়।
অভিযোগ রয়েছে বিবাদী এনাম গং বার বার আদালতের রায় ও মহেশখালী থানা পুলিশের নোটিশও অবজ্ঞা করে বিভিন্ন হামলা, হুমকি-ধামকিসহ পানের বরজ ভাংচুর অব্যাহত রাখে। এ নিয়ে বাদী পক্ষের আব্দু রহিম গত ২২ আগস্ট মহেশখালী থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। পরে ২৯ আগস্ট বাদী পক্ষের আরেকজন হারুন তাহেরকে হুমকিসহ পানের বরজে বর্গা চাষাদের আক্রমণ করলে এনাম গংকে বিবাদী করে মহেশখালী থানায় আরও একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এর আগে বাদী হারুন তাহের গং এর জায়গায় বর্গা চাষাদের বার বার আক্রমণ করলে তারা মহেশখালী থানায় নিজের নিরাপত্তা চেয়ে গত ২ সেপ্টেম্বর থানায় আরও একটা জিডি করা হয়।
বিবাদী মামলাবাজ এনামুল হক গং নিজেদের অপরাধ ঢাকতে বাদী পক্ষকে হয়রানী করতে একটি মিথ্যা মামলা দায়ের করে। বাদী পক্ষ ইতোপূর্বেও তাদের মিথ্যা মামলার শিকার হন।
এই বিষয়ে মহেশখালী থানার ওসি মোঃ আব্দুল হাই বলেন, এই বিষয়ে থানায় মামলা কারা হয়েছে তদন্ত পূর্বক ব্যবস্হা নেওয়া হবে।
#চলনবিলের আলো / আপন