সিরাগঞ্জের উল্লাপাড়ায় বুধবার সকাল সাড়ে ৬ টার সময় নগরবাড়ী-বগুড়া মহাসড়কে শ্রীকোলা মোড়ে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও গুরুতর আহত ২ জন । আহতদের ঘটনা স্থল থেকে উদ্ধার করে একজনকে উল্লাপাড়া উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ও আর এক জনকে ঢাকায় নিয়েছে ।
নিহতরা হলেন- উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজের অনার্সের ছাত্র ও পৌর এলাকার শ্রীকোলা গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে রুবেল (২২) উল্লাপাড়া পৌর এলাকার শ্রীকোলা গ্রামের আফর উদ্দিনের ছেলে ফরজ আলী (৪০) ।
আহতরা হলেন উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজের অনার্সের ছাত্র ও পৌর এলাকার শ্রীকোলা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আবু হানিফ (২২) ও শ্রীকোলা গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে মাহমুদুল হাসান (৪০) ।
এলাকা সুত্রে জানা যায়, পাবনা গামী ঈশ্বরদী ট্রান্সপোর্ট এর কাভার্ড ভ্যান তাদেরকে চাপা দিলে ঘটনা স্থলেই ২ জন মারা যায় এবং ২ জন গুরুতর আহত হয় ।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবির জানান, সড়ক দুর্ঘটার পরপরই ঈশ্বরদী ট্রান্সপোর্ট এর কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন