নাঈম ইসলাম বাঙালি, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের সোহেল মিয়া (২২) নামের এক যুবক পুকুরে মাছ ধরার সময় বৈদ্যুতিকস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছেন। আহত হয়েছেন আরও দু’জন। জানা যায়, উপজেলার রাউতি ইউনিয়নের মেছগাঁও শান্তিপুর গ্রামের মুবারক মিয়ার ছেলে সোহেল মিয়া। বুধবার (১৭ জুন ২০২০) দুপুর ১২ টায় সোহেল মিয়া, পিতা মুবারক মিয়া ও চাচা জাকির মিয়া বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জন্য নামে।
ওই পুকুরে বিদ্যুতের পিলার ভেঙে পড়ে থাকায় ছিদ্র থাকা তারের সাথে লেগে ঐ তিনজন বৈদ্যুতিক শটে মারাত্মক আহত হয়। তাৎক্ষণিক উপস্থিত লোকেরা আহতদের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার গুরুতর আহত সোহেল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে সোহেল মিয়া মৃত্যুবরণ করেন। আহত মুবারক মিয়া ও জাকির মিয়া বাড়িতেই চিকিৎসাধীন আছেন।