শাহিনুর ইসলাম (রাজশাহী কলেজ) প্রতিনিধি:
চলমান করোনা পরিস্থিতিতে অসহায়, দুস্থ-সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে নিজ অর্থায়নে রোজার শুরু থেকেই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নবৃত্ত। এই ধারাবাহিকতায় ০৬ এপ্রিল (বুধবার) জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় এতিমখানায় ১০০ প্যাকেট ও আদর্শ গ্রাম গুলোতে ২০০ প্যাকেট এবং আক্কেলপুর উপজেলায় বাঁধ ও বস্তি এলাকায় ২০০ প্যাকেট ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন স্বপ্নবৃত্ত’ সংগঠনের জয়পুরহাট জেলার স্বেচ্ছাসেবীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলার চেয়ারম্যান মোঃ মোস্তাকিম মন্ডল, এছাড়াও উপস্থিত ছিলেন স্বপ্নবৃত্ত’র শিক্ষা বিষয়ক সম্পাদক সোহেল হোসাইন (সাগর) সহ প্রমুখ।