সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

ই-পেপার

চলনবিল সেলাই প্রশিক্ষণ ও বিপনন কেন্দ্র উদ্বোধন

চলনবিলের আলো ডেস্কঃ
আপডেট সময়: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১, ৫:৫৪ অপরাহ্ণ

চলনবিলের নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পাবনার চাটমোহর উপজেলার সমাজী ভবনে ‘চলনবিল সেলাই প্রশিক্ষণ ও বিপনন কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে। চলনবিল সেলাই প্রশিক্ষণ ও বিপনন কেন্দ্রে  সেলাইয়ের কাজ শেখানোর পাশাপাশি নারীদের তৈরী শিল্পপণ্য বিক্রিও করা হবে।

৫ সেপ্টেম্বর রবিবার বিকেলে অস্ট্রেলিয়ার সেবা ও আল্টারনেটিভ অ্যাপ্রোচ’র সহযোগিতায় এলজিইডি’র উইকেয়ারের প্রকল্প পরিচালক মমিন মজিবুল হক সমাজীর সভাপতিত্বে ও অস্ট্রেলিয়া প্রবাসী ডা: আহমদ শরীফ শুভর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়ালের মাধ্যমে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী ডা: পারভেজ করিম। শুভেচ্ছা বক্তব্য দেন আল্টারনেটিভ অ্যাপ্রোচের মাসুমা মান্নান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, অস্ট্রেলিয়া প্রবাসী বীরমুক্তিযোদ্ধা মোঃ কামরুল চৌধুরী। আরো বক্তব্য প্রদান করেন, অস্ট্রেলিয়া প্রবাসী ডা: শাহেদ আলম, সেবার প্রকল্প পরিচালক মনিরুজ্জামান, ডা: সোহেলী, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে চাটমোহরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর