শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

ই-পেপার

সিরাজগঞ্জ রোড হেলথ্ কেয়ার হসপিটালে টেস্ট পরীক্ষার নামে প্রতারণার অভিযোগ

সলঙ্গা প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:১২ অপরাহ্ণ

সিরাজগঞ্জ রোড গোলচত্বরে হেলথ কেয়ার নামের হসপিটালে চিকিৎসা সেবার নামে বিরুদ্ধে বানিজ্যের অভিযোগ উঠেছে। উক্ত হসপিটালে সরকারী হাসপাতালে কর্মরত জনৈক এক ডাক্তারকে সাথে নিয়ে ফিরোজ নামের এক যুবক পরিচালক সেজে কয়েক বছর ধরে চালাচ্ছে অপচিকিৎসা। গ্রাম্য ডাক্তারদের কমিশন ভিত্তিতে রোগী দেখানো আর অপারেশনের নামে গলা কাটা অর্থ হাতিয়ে নিচ্ছে। অপারেশনের কোন প্রয়োজন না থাকলেও বিভিন্ন অজুহাত আর অপারেশন ছাড়া গর্ভের সন্তান বাঁচানো যাবে না বলে রোগীর লোকজনদের অহেতুক ভয় ভীতি দেখিয়ে অপারেশন করাতে বাধ্য করছে মর্মে অভিযোগ উঠেছে। অভিযোগে আরো জানা যায়, কথিত প্রাইভেট হসপিটালটির কোন বৈধ কাগজ পত্র নেই যাহা সংস্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত করলে বেরিয়ে আসবে। তবে সংশ্লিষ্ট বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে উক্ত হসপিটালটি চলছে বলে নাম প্রকাশ না করা শর্তে হেলথ কেয়ারের একাধিক স্টাফ জানান। হাটিকুমরুল রোড এলাকার মাস্তান ও অসাধু ব্যক্তিদের টাকার বিনিময়ে ম্যানেজ করে ওই হসপিটালের কার্যক্রম দাপটের সাথে চালিয়ে আসছে বলেও জানা গেছে। হাসপাতালটিতে বিভিন্ন এলাকা থেকে আগত রোগীরা নানা ভাবে প্রতারনার শিকার হচ্ছে। রোগীর টেস্ট বা পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন না হলেও বিভিন্ন টেষ্ট এর নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

সরেজমিনে তদন্ত করে এখনই প্রশাসনিক কঠোর ব্যবস্থা না নিলে বড় ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে বলে সচেতন মহল মনে করেন।
এ বিষয়ে হসপিটালের নামধারী পরিচালক ফিরোজের সাথে কথা বললে তিনি বলেন, আমার হসপিটালে সবই ঠিক আছে। আপনারা নিউজ করলে তাতে আমার কিছু যায় আসে না।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর