শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

ই-পেপার

হাটিকুমরুলে ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু

কে,এম আল আমিন:
আপডেট সময়: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:১৫ অপরাহ্ণ

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোলচত্বরের ফুটপাত দখলমুক্ত করণ অভিযান তৎপরতা দেখা গেছে। গোলচত্বরের চারদিকে মহাসড়কের জায়গা অবৈধ ভাবে দখল করে ফলের দোকান সহ বিভিন্ন দোকানপাট ইচ্ছামত বসিয়ে জনগনের যাতায়াতের চরম বিঘ্ন সৃষ্টি করায় আজ শুক্রবার হতে উচ্ছেদ অভিযান শুরু করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী। স্থানীয় প্রভাব খাটিয়ে ব্যাঙের ছাতার মত অবৈধভাবে গড়ে ওঠা এসব দোকানপাট উচ্ছেদ করে মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনায় ওসি শাহজাহান আলীকে ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল। একটি অসাধু চক্রের সহযোগীতায় এসব দোকানপাট বসিয়ে তারা ফায়দা লুটছে বলেও অভিযোগ উঠেছে। শুধু ফুটপাত দখলমুক্তই নয়, বেআইনী ভাবে মহাসড়কে চলাচলকারী থ্রি-হুইলার বা অবৈধ যানবাহন আটকসহ ঐ সব যানবাহনের বিরুদ্ধে মামলা দায়েরও অব্যাহত আছে। বেপরোয়া গতি,অবৈধ যানবাহন এবং অদক্ষ চালকদের কারনে মহাসড়কে দুর্ঘটনা ঘটছে বলে জানা গেছে। ফুটপাত দখলমুক্ত করণ অভিযান,অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা,চাঁদাবাজি-ছিনতাই প্রতিরোধ এমনকি মহাসড়কে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সকল কার্যক্রম আগামীতে আরও জোরদার করা হবে বলেও ওসি জানান।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর