মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে করোনা পরিস্থিতিতে বেকার হয়ে পড়া ১৫শ’ দরিদ্র পরিবারের মাঝে ৫ লাখ টাকার খাদ্যসামগ্রী দিলেন আনোয়ার হোসেন চক্ষু হাসপাতালের এমডি ডা. মোহাম্মদ আলী।
বুধবার বিকেল ৩টায় চাঁচকৈড় খলিফাপাড়া মহল্লায় উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় সমাজসেবক আনোয়ার হোসেন, স্থানীয় কাউন্সিলর নিজাম উদ্দিন বাবুসহ অনেকে উপস্থিত ছিলেন।
ডা. মোহাম্মদ আলী বলেন, চিকিৎসা সেবার পাশাপাশি ১৫শ’ পরিবারকে ৫ কেজি মিনিকেট চাল, আলু ও টয়লেট সোপ দেওয়া হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্থ অসহায়দের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।