সদর উপজেলা নির্বাহী অফিসারের সরকারী বাসভবনে ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা দুটি মামলার ১২ অসামীর জামিন মঞ্জুর করেছেন আদালতের বিচারক।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদলতের বিচারক ইউএনও এবং পুলিশের দায়ের ওই দুটি মামলার ১২ আসামির জামিন মঞ্জুর করেছেন। এর আগে গত ২৫ আগস্ট দুটি মামলার ১০ আসামীর জামিন হয়েছে। এনিয়ে গ্রেফতারের পর কারাগারে পাঠানো আওয়ামী লীগের ২২ আসামীর সকলেই জামিন পেয়েছেন।
উল্লেখ্য, ব্যানার অপসারনকে কেন্দ্র করে গত ১৮ আগস্ট দিবাগত রাতে সদর উপজেলা চত্বরে আনসারদের গুলি, পুলিশের লাঠিচার্জ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে অর্ধশত নেতাকর্মী গুলিবিদ্ধসহ আহত হয়। এ ঘটনায় ইউএনও একটি, পুলিশ একটি ও আওয়ামী লীগের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়।
#চলনবিলের আলো / আপন