১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদানদের আত্মার মাগফিরাত কামনা করে সলঙ্গায় গণভোজ ( খিচুড়ি) বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে সলঙ্গা সমাজ কল্যাণ সমিতি ও মওলানা তর্কবাগীশ পাঠাগারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন কর হয়। সমাজ কল্যাণ সমিতির সাধারন সম্পাদক আব্দুল হান্নান নান্নুর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন, কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান লাবু। দোয়া অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন,সমাজ কল্যাণ সমিতির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কে,এম মহিউদ্দীন চান ( অব: ইউইও)। দোয়ার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন,সলঙ্গা বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম মাও: আ: গফুর। উক্ত দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন