সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

গোপালপুরে শিক্ষালয়ে ভ্যাকসিন ও স্কুল খোলার দাবিতে ছাত্র সমাবেশ

নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৬ অপরাহ্ণ

শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষালয়ে ভ্যাকসিন দেয়ার দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নাগরিক ছাত্র ঐক্যের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলার বড়শিলা উচ্চবিদ্যালয়ের সামনে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক তালুকদার সজীব।
ছাত্র ঐক্যের ঘাটাইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আল আমীন হোসাইন টুটুল অবিলম্বে হলসহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে হলসহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে তালিকা অনুযায়ী প্রত্যেকের ভ্যাকসিন নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
সমাবেশে রাজ্জাক তালুকদার সজীব সরকারের সমালোচনা করে বলেন, উন্নয়নের ফুলঝুরি ছুটিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তিনি বলেন ছাত্র সমাজকে অশিক্ষিত করে একটা মেরুদণ্ডহীন রাষ্ট্র নির্মাণের চেষ্টা করছে সরকার। আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার আন্দোলনের ভয়ে ছাত্র সমাজকে ঘরবন্দী করে রাখার ব্যর্থ চেষ্টা করছে। কিন্তু ছাত্র সমাজ প্রস্তুত হচ্ছে। অবিলম্বে জনগণের ভাত-ভোটের অধিকার, শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে না দিলে গণ অভ্যূত্থানের মাধ্যমে সরকার পতনের হুশিয়ারি দেন ছাত্র ঐক্য নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর