বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

তাড়াশে বাড়ছে দেশী জাতের মাছ

মোঃ মুন্না হুসাইন, ভ্রাম্যমান প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১, ৪:২০ অপরাহ্ণ

তাড়াশ উপজেলায় বাড়ছে দেশী জাতের মাছ। চলতি বছর জেলায় মাছের উৎপাদন বেড়েছে তিন হাজার মেট্রিক টন।তবে চাষকৃত মাছের দানাদার খাবারের দাম বেশি হওয়ায় কাঙ্ক্ষিত লভ্যাংশ পাচ্ছেন না চাষীরা।

নিচু এলাকা হিসেবে পরিচিত জেলার তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। এ দুই উপজেলার মৎস্যজীবীরা যমুনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। এ নদীতে দেশীয় প্রজাতির শিং, মাগুর, কৈ, পুঁটি, খলিশাসহ অন্য মাছ পাওয়া যায়। দেশীয় মাছকে কেন্দ্র করে তাড়াশ উপজেলার হাটিকুমরুল হায়ওয়ে রোডের পাশ্বে মান্নান নগর বাজারে আড়ৎতে গড়ে ওঠেছে এখনে পাওয়া যায় প্রচুর পরিমান সিংমাছ,কই মাছ,বাইম মাছ,চিংড়ি মাছ,টেংরা মাছ,পাপদা মাছ,গলসা মাছ,টাকি মাছ,এছারা খলসা,পুটি,বালিয়া,মোয়া,ইত‍্যাদি মাছ এখানে প্রচুর পরিমান পাওয়া যায়। আবার তাড়াশ উপজেলাকে শুটকির রাজধানী বলা হয়ে থাকে হাটিকুমরুল হায়ওয়ে রোডের পাশ্বে মহিষলুটি আড়ৎ বাংলাদেশের চলন বিলের সবচেয়ে বড় আড়ৎ আড়তের চার পাশে শুটকির খোলা দিয়ে ঘিরে আছে এখানকার  শুটকি রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চলের রংপুর, নিলফামারী, সৈয়দপুর, কুড়িগ্রাম, দিনাজপুরসহ দেশের প্রায় ২০টি জেলায় সরবরাহ হয়ে থাকে।

তাড়াশ উপজেলার মহেশরৌহালী গ্রামের মাছচাষী উইছপ আলী বলেন, এক বিঘা পরিমান পুকুর ইজারা নিয়ে গত তিন বছর থেকে শিং ও টেংরা এবং রুই, মৃগেল ও কাতলা চাষ করছি। গত দেড় বছর আগে কোয়ালিটি ফিডের দাম ছিল প্রতিবস্তা ৯০০-১০০০ টাকা। বর্তমানে সেই ফিডের দাম বেড়ে হয়েছে ১২৮০-১৩০০ টাকা। এতে দানাদার খাবারে প্রতিমাসে প্রায় ছয়-সাত হাজার টাকা বেশি খরচ হচ্ছে। মৎস্য খামারিদের বাঁচাতে দানাদার খাবারের দাম কমানোর দরকার।

একই উপজেলার মহিলুটির গ্রামের আলম হোসেন বলেন, দেশীয় প্রজাতির মাছের চাহিদা মিটাতে হ্যাচারী করেছি।শিং, টেংরা, পাবদা, গুচি ও পুঁটিসহ অন্য প্রজাতির রেনু সরবরাহ করি। প্রতিমাসে প্রায় ২০০-৩০০ কেজি দেশীয় মাছের রেনু  বিভিন্ন জেলায় সরবরাহ করি।তবে চাহিদার তুলনায় সরবরাহ করা সম্ভব হয় না।

তাড়াশ জেলা মৎস্য কর্মকর্তা  বলেন, এ বছর তিন হাজার মেট্রিক টন দেশীয় মাছের উৎপদান বেড়েছে। চলতি অর্থবছরে সরকার আমদানি শুষ্ক কমিয়েছে। এটা বাস্তবায়ন হলে মাছের খাবারের দাম কমবে।

এদিকে, ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ স্লোগানে তাড়াশে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা মৎস্য অফিসের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর