মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে বাল্য বিবাহ বন্ধ করে সংশ্লিষ্টদের কাছ থেকে অঙ্গিকারনামা নিয়ে মুক্তি দিয়েছেন ভ্রাম্যমান আদালত। জানাগেছে, মঙ্গলবার ( ১৬ জুন) সকালে উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলী গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরীর সাথে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজাগাঁও গ্রামের মোঃ ইদ্রিশ আলী’র পুত্র সুমন ইসলাম(১৬)এর বিবাহের প্রস্তুতি কালে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স সহ হাজির হয় এবং বাল্য বিবাহের সাথে সংশ্লিষ্টদের আটক করেন।
তৎক্ষনাত বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ১০ ধারা মতে ওই কিশোর- কিশোরী ও তাদের পিতা-মাতা সহ ৬জন পৃথক পৃথকভাবে অঙ্গিকারনামা লিখে দিয়ে ভ্রাম্যমান আদালত থেকে মুক্তি নেয়। তারা অঙ্গিকার করেছে যে, বিয়ের উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এর পুর্বে অন্যত্র বিবাহ করিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিলে তাদের কোন আপত্তি থাকবে না। এমনকি তারা কোন বাল্য বিবাহের সাথে সম্পৃক্ত হবে না এবং নিকটবর্তী এলাকায় বাল্য বিবাহ বন্ধে উদ্যোগী হবে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা।