বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

ই-পেপার

চৌহালীতে একদিনে ৪০ বাড়ি নদী গর্ভে 

মাহমুদুল হাসান, চৌহালী প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ আগস্ট, ২০২১, ৯:০৬ অপরাহ্ণ

নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের চৌহালীতে যমুনার ভাঙ্গণে প্রায় ৪০ বাড়িঘর বিলিন হয়েছে। যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চরবিনানুই ও চর সলিমাবাদ গ্রামের প্রায় ৩৫/৪০টি বসতভিটা ও বিস্তীর্ণ ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।  হুমকির মুখে পরেছে অধশত শিক্ষা প্রতিষ্ঠান ও বহু বসতি। এ সব বাড়িঘরের মানুষ শেষ সম্বল হারিয়ে এখন কোথায় আশ্রয় নিবে তা নিয়ে চরম দূশ্চিন্তায় পড়েছে। অনেকে আবার বসতঘর ও আসবাবপত্র নৌকায় করে নিয়ে আত্নীয় স্বজনের বাড়ি অথবা উচু স্থানে গিয়ে আশ্রয় নিচ্ছে। হঠাৎ ভাঙ্গণের তান্ডবে তারা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে দিশেহারা হয়ে পড়েছে।
অপরদিকে গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার মাত্র ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ হার্ট পয়েন্টের গেজ মিটার রিডার আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে চৌহালী উপজেলার দায়ীত্বে থাকা টাঙ্গাইল পানিউন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চরবিনানুই ও চর সলিমাবাদ গ্রামের যমুনা নদীর ভাঙ্গন রোধে একটি পরিকল্পনা হাতে নিয়ে তা অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ওই ভাঙ্গণ কবলিত এলাকায় বালুভর্তি জিওটেক্স বস্তা ফেলার কাজ শুরু করা হবে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর