চাটমোহর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি এবং সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধ কমিটির যৌথসভা আজ ১৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইছাহক আলী মানিক, চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) হাসান বাশির, ছাইকোলা ইউপি চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান এ. এইচ. এম. কামরুজ্জামান খোকন, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক মো: হেলালুর রহমান জুয়েল ,সময় সংবাদ বিডি, সম্পাদক,প্রকাশক শেখ সালাউদ্দিন,ফিরোজ ,প্রমূখ।
আলোচনায় চলনবিলে নৌকায় নর্তকী নিয়ে আনন্দ ভ্রমণের নামে অশ্লীলতা, নৌকায় জুয়া খেলা, বর্ষা মৌসুমে বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে বিদ্যুৎ বিভাগের কার্যকরী পদক্ষেপ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে দ্রব্যমূল্য হাল নাগাদ করা, করোনা টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যবিধি রক্ষায় হাসপাতালের আউটডোর থেকে টিকা কেন্দ্রটি স্থানান্তর করা ইত্যাদি বিষয় স্থান পায়। উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইছাহক আলী মানিক ,লকডাউন চলাকালে চাটমোহরে স্থানীয় প্রশাসনের কার্যকর ভূমিকা প্রসংশা করেন। সভায় ইউপি চেয়ারম্যানবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তর প্রধান সহ উভয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।