চলতি বছরের অক্টোবরে পাকিস্তান সফর করবে ইংল্যান্ড ক্রিকেট দল। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটো টি-টোয়েন্টি খেলবেন উইয়ন মরগান-জশ বাটলাররা। এই সিরিজটি খেলেই দুই দল যাবে সংযুক্ত আরব আমিরাতে, মরুর দেশটিতেই যে অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুক্রবার নিশ্চিত করেছে, ছয় দিনের সফরে ৯ অক্টোবর পাকিস্তানে পৌঁছবে ইংল্যান্ড দল। শুধু ছেলেদের দলই নয়, একই ফ্লাইটে মেয়েদের দলও থাকবে।
স্বাগতিক মেয়েদের বিপক্ষে দুটো টি-টোয়েন্টির পর তিনটি ওয়ানডেও খেলবে তারা। তবে মেয়েদের সিরিজ শুরু হবে মরগানরা ১৫ অক্টোবর পাকিস্তান ছাড়ার পর। তার আগে ১৩ এবং ১৪ অক্টোবরে রাওয়ালপিন্ডিতে টি-টোয়েন্টি ম্যাচ দুটো খেলবে তারা। একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে মেয়েদের ম্যাচগুলোও। শুরুতে ম্যাচগুলো অবশ্য করাচিতে হওয়ার কথা ছিল। পরে সেগুলো রাওয়ালপিন্ডিতে সরিয়ে নেওয়া হয়েছে।
নিরাপত্তাব্যবস্থা নিয়ে শঙ্কা থাকায় দীর্ঘদিন পাকিস্তান সফর করেনি ইংল্যান্ড। তারা সবশেষ পাকিস্তান সফর করেছিল ২০০৫ সালে। অর্থাৎ ১৬ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখবে ক্রিকেটের জনকরা।