ষ্টাফ রিপোর্টার:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজার সংলগ্ন ব্রিজে ধানের ভুসি বোঝাই ট্রাক উল্টে ব্যাটারী চালিত অটো ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছে। এ সময় অটোভ্যানে থাকা ৪ বছর বয়সের উম্মে হাবিবা নামে এক শিশু আহত হয়। নিহতরা হলেন, বনপাড়া পৌরসভার গুনাইহাটি মসজিদের ইমাম আব্দুল ওহাব শেখ ও তার সহধর্মীনি স্বর্না বেগম । তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার চকনুর গ্রামে।
গ্রামের বাড়ি থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা ও বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে লাশ বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে আসে এবং আহত শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বনপাড়া বাজারস্থ রাস্তার বেহাল দশার কারণে আজ এই দুর্ঘটনা ঘটেছে। পরে বড়াইগ্রাম উপজেলা নির্বাহি অফিসার আনোয়ার পারভেজ ও বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।