বৃহস্পতিবার দুপুরে চৌহালী নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি সিরাজগঞ্জের চৌহালী উপজেলা কর্তৃক প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় ঋণ
প্রথম পর্যায়ের ক্ষতিগ্রস্ত ৪ জন পল্লী উদ্যোক্তাদের ৫ লাখ টাকা প্রণোদনার ঋন সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন বিশেষ ইউসিসি লিঃ এর সভাপতি আবু সাঈদ বিদ্যুৎ উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার প্রমুখ।
#চলনবিলের আলো / আপন