রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
জেলায় নতুন করে আরো তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৫ জন। নতুন করে আক্রান্ত দু’জনের মধ্যে একজন উজিরপুর উপজেলার বাসিন্দা পুরুষ বয়স (৪৮) অপরজন মেহেন্দিগঞ্জের বাসিন্দা নারী বয়স (৬০)। মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ওই দুইজন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে।
অপরদিকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুভাষ সরকার জানান, গত ১ মে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া উপজেলার ব্রাহ্মণদিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন হাওলাদারের পুত্র সাব্বির হোসেনের (২০) শরীরে করোনা সংক্রমণ ধরা পরেছে। বাবার মৃত্যুর পর তাদের পরিবারের ছয় জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়।
এরমধ্যে সাব্বির হোসেনের রিপোর্ট পজেটিভ আসে। পরবর্তীতে মঙ্গলবার রাতে তাদের বাড়িসহ আশেপাশে কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।