পাবনা থানাধীন দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার মনোয়ার হোসেন সবুর এর চৌচালা টিনের দোকান এর মধ্যে তাস দ্বারা জুয়া খেলা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ আগষ্ট রাত্রী ০১:১৫ ঘটিকার সময় ৮ জুয়ারি কে আটক করেছেন সদর পুলিশ ফাড়ী।
সদর ফাড়ীর ইন্সপেক্টর মোঃ আবুল কালাম এর নেতৃত্বে সঙ্গীয় এটিএসআই/ হান্নান, ফোর্স ও মোবাইল-০৩ এর সমন্বয়ে অভিযান কালে তাস খেলা অবস্থায় পাবনা সদরের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার মৃত আঃ আওয়াল শেখের ছেলে শাহ আলম (৩০), মৃত আজমত ফকিরের ছেলে রতন ফকির (৩২), মোঃ লুৎফর রহমানের ছেলে জহুরুল ইসলাম (৩৬), মোঃ আকমল বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (৪৫), মোঃ রুস্তম আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩২),
মোঃ রতন প্রাং এর ছেলে জিল্লুর রহমান (২৫), মোঃ জিয়া বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস (২৩) ও মোঃ তোতা মিয়ার ছেলে সবুজ হোসেন (৩৫) কে ০২ সেট তাস, নগদ ৮,১৬০/ টাকা ও ০২ টি ক্যালেন্ডার এর পাতা, যাহার অপর পৃষ্ঠাতে তাস খেলার হিসাব রয়েছে সহ হাতেনাতে গ্রেফতার করা হয় । এ নিউজ লেখার পূর্ব মহুর্ত মামলা প্রক্রিয়াধীন ছিল।