সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১২ অপরাহ্ন

ই-পেপার

পাবনায় তাস খেলা অবস্থায় ৮ জুয়ারি আটক

চলনবিলের আলো ডেস্কঃ
আপডেট সময়: বুধবার, ৪ আগস্ট, ২০২১, ৪:১৬ অপরাহ্ণ

পাবনা সদর থানাধীন প্রেস ক্লাবের গলিতে ইভিনিং স্টার্চ আবাসিক হোটেলের চতুর্থ তলায় তাস দ্বারা জুয়া খেলা অবস্থায় ৮ জুয়ারী আটক। ৪ আগষ্ট বুধবার বেলা ০১.৪৫ মিনিট সময়ে সদর ফাড়ীর ইন্সপেক্টর মোঃ আবুল কালাম এর নের্তৃত্বে এসআই/ কান্তি কুমার, এটিএসআই/ হান্নান, এটিএসআই/ মিজান ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮ জুয়ারি আটক করেন।
আটককৃত আসামিরা হচ্ছে, মোজাক্কের আলী মামুন (৩০) পিতা-মৃত ময়েন উদ্দিন সাং- কালাচাঁদ পাড়া তালপুকুর, সুমির দাস (৪৪) পিতা-মৃত রবীন্দ্রনাথ দাস সাং- রাধানগর রথঘরের পার্শ্বে, সিদ্দিক সরদার (৫৫) পিতা-মৃত সেকেন সরদার সাং- সিংগা বাজার সুইট এর মিলের পিছনে, মনজু শেখ (৫৫) পিতা-মৃত আনছের শেখ সাং- দিলালপুর ফায়ার সার্ভিসের পিছনে, রজব আলী নিশাত (২৬) পিতা-মৃত রেজাউল হক রেজা সাং- শালগাড়িয়া তালবাগান, আমিরুল ইসলাম আমিন (৪০) পিতা-মোঃ মকছেদ আলী প্রাং সাং- শিবরাম পুর আল হেলাল মসজিদের পিছনে, চান্দু মোল্লা (৩২) পিতা-মৃত আবের মোল্লা সাং- গয়রা কাশিনাথপুর ব্রীজের পার্শ্বে, শ্রী রবি দাস শুভ (২৮) পিতা-মৃত রাজ বলি দাস সাং- নয়নামতি মাঠপাড়া সর্ব থানা ও জেলা-পাবনা। সে সময় ০২ সেট তাস, নগদ ৪৬,২৩৮/ টাকা, তাস খেলার হিসাব লেখার ০২ টি টালী খাতা সহ হাতেনাতে গ্রেফতার করেছেন । এ নিউজ লেখা মহুর্তে মামলা প্রক্রিয়াধীন ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর