ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় করোনা প্রতিরোধ বুথ উদ্বোধন করা হয়েছে। ০২আগষ্ট সোমবার দুপুরে রুহিয়া চৌরাস্তায় উদ্বোধন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলোর উদ্যোগে ১ টি করোনা প্রতিরোধ বুধ স্থাপন করা হয়েছে। উদ্বোধন কালে তিনি বলেন, এই করোনা প্রতিরোধ বুথে জনসাধারণের জন্য হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক রয়েছে। এই বুথ সকলের জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ এখান থেকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক নিতে পারবেন।
উদ্বোধন করেন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, ঠাকুরগাঁও জেলা আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের সহ সভাপতি শাহ নেওয়াজ কাদির শাকিল চৌধুরী, সদর উপজেলা সাধারন সম্পাদক আব্দুল ওয়াপু তপু,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, রুহিয়া থানা সেচ্ছাসেবকলীগ আনারুল ইসলাম প্রমুখ।
#চলনবিলের আলো / আপন