আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল: শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্সসহ জেলায় নতুন করে তিন জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জন। জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, নতুন করে করোনা আক্রান্ত হওয়া অপর দুইজনের মধ্যে একজন বাবুগঞ্জ এবং অপরজন মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা। এছাড়া উজিরপুরের একজন সুস্থ হয়েছেন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ২৫ জন।