মনটা আমার উড়াল পাখি
থাকতে চায় না ঘরে…..
ফিসফিস করে বলে কথা
যাইতে তোমার দ্বারে…
যাইতে তোমার দ্বারে…
মনটা আমার উড়াল পাখি, থাকতে চায় না ঘরে,
ফিসফিস করে বলে কথা, যাইতে তোমার দ্বারে,,,,
ফুল বাগানের ফুল দেখিয়া
নিঃশ্বাস টানে জোরে…
হরণ করতে ফুলের মধু
ভ্রমর রূপ ধারণ করে…
যাইতে তোমার দ্বারে…
মনটা আমার উড়াল পাখি, থাকতে চায় না ঘরে,
ফিসফিস করে বলে কথা, যাইতে তোমার দ্বারে,,,,,
বয়স হল বারো তেরো
আবেগ, বাতাসে উড়ে…
ফুলের মন করিতে জয়
গান গায় গুনগুন সুরে…
যাইতে তোমার দ্বারে…
মনটা আমার উড়াল পাখি, থাকতে চায় না ঘরে,,,
ফিসফিস করে বলে কথা, যাইতে তোমার দ্বারে,,,,
গানের সুরে বুঝায় তারে
মনটা দিলাম তোরে….
সাক্ষী রাখলাম আকাশ বাতাস
দাঁড়িয়ে নদীর পাড়ে…
যাইতে তোমার দ্বারে…
মনটা আমার উড়াল পাখি, থাকতে চায় না ঘরে,,
ফিসফিস করে বলে কথা, যাইতে তোমার দ্বারে।
#চলনবিলের আলো / আপন