রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
নারায়ণগঞ্জ থেকে এক ব্যাক্তি নিজ বাড়ি আগৈলঝাড়ায় আসায় ওই পরিবারকে লকডাউন করে দিয়েছে চেয়ারম্যান। জানা গেছে, সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠি গ্রামের নিজ বাড়িতে আসেন আ. রশিদ মল্লিক এর ছেলে সজিব মল্লিক। বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পরার আশংকায় মঙ্গলবার দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই বাড়ি লকডাউন করতে প্রশাসনের কাছে অনুরোধ জানায়।
খবর পেয়ে গৈলা ইউপি চেয়াম্যান শফিকুল ইসলাম টিটু ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই পরিবারে বাড়ি থেকে বের ওয়ার রাস্তা আটকে দিয়ে লাল পতাকা টানিয়ে দিয়ে লকডাউন করে দেয়। উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, আমাদের মেডিকেল টিম কথা বলেছে। সে সাভার থেকে এসেছেন। তার কোন লণ নেই তাই তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার পরেও তার কোন শারীরিক সমস্যা হলে হট লাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। আমরা সার্বনিক তার যোগাযোগ রাখছি।