রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণের জন্য ভুমি পরিদর্শনে রেল সচিব

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১, ১০:০৭ অপরাহ্ণ

রেল মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম রেজা পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণের জন্য রেলের কয়েকটি ভুমি পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২০ জুলাই) বিকালে উপজেলার শরৎনগর রেল স্টেশনের নিকটবর্তী কৈডাঙ্গা রেল সেতু সংলগ্ন রেলের দুটি জায়গা তিনি সরেজমিন প্রত্যক্ষ করেন।

এ সময় পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামন, পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাওছার হাবীব, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, ভাঙ্গুড়া থানার ওসি মু. ফয়সাল বিন আহসান ও ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক টুকন তার সঙ্গে উপস্থিত ছিলেন।

রেলসচিব স্পটে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলাপকালে রেলের একটি আশ্রয়নপ্রকল্প নির্মাণের জন্য তিনি সুবিধাজনক জায়গা খুঁজছেন বলে জানা যায়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান বলেন, সচিব মহোদয় ভাঙ্গুড়া উপজেলায় রেল সম্পত্তির কয়েকটি স্থান পরিদর্শন করেছেন। তবে এ বিষয়ে তিনি কোনো ব্রিফিং করেননি বলেও তিনি জানান।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর