শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

ই-পেপার

প্রত্যাশিত সিরাজগঞ্জ এর উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ১৯ জুলাই, ২০২১, ১০:৪০ অপরাহ্ণ

ঈদ-উল-আযহা উপলক্ষে সিরাজগঞ্জের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশিত সিরাজগঞ্জ এর উদ্যোগে (১৯ জুলাই ) সোমবার বিকেল ৪ টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাটধারী  সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অসহায় দরিদ্র ৬০ টি পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী চাল,ডাল,তেল,লবণ,চিনি,লাচ্চাসেমাই,গুড়াদুধ ও সাবানসহ নগদ ২ হাজার টাকা বিতরণ করা হয়।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি হেলাল উদ্দিন ,সহ-সভাপতি নূর-এ- আজম সিদ্দিক,মতিন খান,সাধারণ সম্পাদক মোঃ রাসেল সরকার,সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন,অর্থ সম্পাদক ইসমাইল হোসেন,রক্তদান বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন,প্রকৌশলী আরিফুর রহমান,প্রকৌশলী নূর মহাম্মদ,উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী সধ্যাপক মোঃ শামছুল আলম প্রমূখ।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রাসেল সরকার জানান সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন মানব সেবা মূলক কাজ করে আসছে,সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে মানুষের কল্যাণে আরও ভালো ভালো মানব সেবা মূলক কাজ করা সম্ভব।
উল্লেখ্য সংগঠনটি ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত ঈদ খাদ্য সামগ্রী,শীত বস্ত্র,করোনাকালীন খাদ্য সামগ্রী বিতরণ,স্বাস্থ্য স্বচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পোষ্টার/ লিফলেট বিতরণ,রক্তের গ্রুপ নির্ণয়,স্বেচ্ছায় রক্তদান,প্রত্যন্ত এলাকার অসহায় গরিব রোগীদের চিকিৎসা সেবা ও নগদ অর্থ সহায়তা প্রদান,অস্বচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের শিক্ষার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান,বৃক্ষ রোপনসহ নানাবিধ মানব কল্যাণ ও সমাজ সেবা মূলক কাজ করে আসছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর