রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
২১ দিনের সু-চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ্য হওয়ার পর নয় বছরের শিশু হাসপাতাল থেকে বাড়িতে মায়ের কোলে ফিরে গেলেন। জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন ওই শিশুটির পরিবারকে এক মাসের চাল, ডাল, আলু ও ফল ক্রয় করে দিয়েছেন। শিশুটি তার বাবার সাথে হাসপাতাল থেকে যাওয়ার সময় উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা জোরালো করতালির মাধ্যমে তাকে (শিশু) বিদায় জানিয়েছেন। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার হাসপাতালের।
সোমবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সুস্থ্য হয়ে বাড়ি ফেরা নয় বছরের শিশু রাহাত ফরাজীর বাড়ি জেলার বাবুগঞ্জ উপজেলার মধ্যরাকুদিয়া গ্রামে। সে ওই গ্রামের শিমুল ফরাজীর পুত্র। টানা ২১দিন সে উজিরপুর উপজেলা হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলো। সোমবার বিকেলে হাসপাতাল থেকে শিশুটিকে বিদায় জানানোর সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার প্রণতী বিশ্বাস, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শওকত হোসেন, উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান, উপজেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা অয়ন শাহা, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম প্রমুখ। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল শিমুল ফরাজীর নয় বছরের শিশু পুত্র রাহাত জ্বর, কাশি, গলাব্যাথা, শ্বাসকষ্ট নিয়ে উজিরপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসে।
তাৎনিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শওকত হোসের তাকে ভর্তি করে আইসোলেশনে রেখে চিকিৎসার করেন। ১৪ এপ্রিল রাহাতের নমুনা সংগ্রহ করে করোনা পরীা করার জন্য বরিশাল সির্ভিল সার্জনের কাছে প্রেরণ করেন। ঢাকা থেকে ১৬ এপ্রিল শিশুটির করোনা পজেটিভ রিপোর্ট আসে। দীর্ঘদিন হাসপাতালে চিকিসার পর গত ২৪ এপ্রিল পূর্ণরায় রাহাতের নমুনা সংগ্রহ করে পরীা করার জন্য পাঠালে ২৬ এপ্রিল তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। এরপরেও গত ২ মে তৃতীয় দফায় নমুনা সংগ্রহ করে আবার পরীা করতে পাঠালে গত ৩ মে শিশু রাহাতের করোনা রির্পোট নেগেটিভ আসে। এছাড়াও শিশুটির চিকিৎসার সময় তার কাছে আইসোলেশনে থাকা পিতা ও দাদির নমুনা সংগ্রহ করে পরীা করলে তাদেরও করোনা নেগেটিভ পাওয়া যায়। শিশুটির শরীর থেকে করোনা ভাইরাস নির্মূল হওয়ায় ৪ মে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে উপজেলা প্রশাসন বিভিন্ন খাদ্য সামগ্রী ও উপহার দিয়ে শিশুটিকে হাসপাতাল থেকে বিদায় জানায়।