বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

ই-পেপার

খাষকাউলিয়া ইউনিয়নবাসীকে পবিত্র ঈদ আযহার শুভেচ্ছা জানিয়েছেন- আবু সাইদ বিদ্যুৎ

ইমরুল হাসান শিকদার, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৯ জুলাই, ২০২১, ৫:৪৫ অপরাহ্ণ

খাষকাউলিয়া ইউনিয়নবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের পবিত্র ঈদ আযহার শুভেচ্ছা জানিয়েছেন খাষকাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সাইদ বিদ্যুৎ।

আবু সাইদ বিদ্যুৎ এক শুভেচ্ছা বার্তায় বলেন, মহান আল্লাহ নির্দেশে স্বীয় পুএ হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অকুন্ঠ আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অতুলনীয়। আল্লাহর প্রতি এই অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। আযহার অর্থ কোরবানি বা উৎসর্গ করা। তা প্রসারিত করতে হবে সকলের কর্ম ও চিন্তায়। কোরবানির শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করতে হবে।

প্রতিবছর পবিত্র ঈদুল আযহার মধ্য দিয়ে স্বচ্ছল মুসলমানগন কোরবানিকৃত পশুর গোস্ত আত্মীয়স্বজন ও গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিয়ে মানুষে মানুষে সহমর্মিতা ও সাম্যের বানী প্রতিষ্ঠিত করেন। তিনি আরো বলেন, আসুন, আমরা সকলে পবিত্র ঈদুল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ গ্রহণ করি এবং বৈষম্যহীন- সুখী সমৃদ্ধ ও শান্তিপূর্ন বাংলাদেশ গড়ে তুলি।

পরিশেষে তিনি সকলকে প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে, নিরাপদ ও সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল আযহা পালন করার আহ্বান জানান।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর