পাবনার আটঘরিয়া উপজেলায় ২৭ জন অসহায় মানুষের মাঝে ১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা মাননীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। পাবনা-৪, (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস গতকাল ১৮ জুলাই রোববার দুপুরে এই নগদ টাকার চেক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া ইউএনও মোছাঃ ফুয়ারা খাতুন, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা সুলতানা তহুরা, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, আটঘরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক গোলাম মওলা পান্নু, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ নেতা মুরাদ মালিথা, তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস প্রমূখ।
#চলনবিলের আলো / আপন