সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্জিনিয়ার শওকাত ওসমান নিজের জীবনের ঝুকি নিয়ে শনিবার বিকালে জনতার পশু হাটে উল্লাপাড়ার জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর দিকনির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে পথচারী ও প্রতিটি ক্রেতা বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ করেন।
ইউপি চেয়ারম্যান ইন্জিনিয়ার শওকাত ওসমান জানান, ঘরে থাকুন,সুস্থ থাকুন-নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। প্রয়োজন ছাড়া প্লিজ কেউ বাহিরে বের হবেন না। স্বাস্থ্যবিধি মেনে চলবেন,নিয়মিত মাস্ক পরবেন। দুরুত্ব বজায় রেখে চলবেন। করোনা মারাত্বক আকারে রুপ ধারন করেছে, করোনার এই ভয়াবহতার কারনে সরকারের যে কঠোর লকডাউন!আমরা সবাই তা মেনে চলবো। করোনার এই ভয়াবহতায় গরিব-কর্মহীন মানুষের পাশে সরকার সব সময়ই আছেন।
তিনি আরো বলেন,সমাজের যারা বিত্তবান,ধনী ব্যাক্তি তাদেরও এই করোনাকালে গরীব-কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে। এভাবে প্রতিদিন সলপ ইউনিয়নে জনগনকে জানান দিচ্ছে চেয়ারম্যান ইন্জিনিয়ার শওকাত ওসমান। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিনিয়র নেতা প্রফেসর ইদ্রিস আলী, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু প্রমুখ।
#চলনবিলের আলো / আপন