লকডাউনে আটকে পরা শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাস থেকে ছেড়ে গেছে বিশেষ বাস। ববি কর্তৃপক্ষে র তত্ত্বাবধানে পাঁচটি রুটের শিক্ষার্থীদের নিয়ে এসব বাস ছেড়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস তথ্যে সত্যতা নিশ্চিত করে জানান, বাসগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছয়টি ও ভাড়ায় নেয়া হয়েছে তিনটি বাস।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ব্যবস্থাপক মেহেদি হাসান জানান, বিশেষ বাস সার্ভিস পেতে এক হাজার ৪৬৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাদের গন্তব্যে পৌঁছে দিতে প্রথমদিন (বৃহস্পতিবার) নয়টি বাস ছেড়ে গেছে। তিনি আরও জানান, বাসে ওঠার আগে প্রত্যেক শিক্ষার্থীর তাপমাত্রা মাপা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সাথে নিতে হয়েছে।
#চলনবিলের আলো / আপন