পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মেন্দা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে সিরাজুল (৪৫)নামের এক দোকানদারের বিরুদ্ধে। সে উপজেলার উত্তর মেন্দ্রা গ্রামের মৃত গফুর প্রামাণিকের ছেলে। জানা যায় ৭ জুলাই বুধবার দুপুর আড়াইটার দিকে জনৈক গৃহবধূর বাড়িতে কেউ না থাকায় একা পেয়ে লম্পট সিরাজুল গৃহবধূকে জোরপূর্বক জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা কর।
এমন অবস্থায় গৃহবধূ কৌশলে তার হাত থেকে ছুটে পায়ের স্যান্ডেল দিয়ে লম্পটকে পিটানো শুরু করেন। অবস্থা বেগতি দেখে লম্পট সিরাজুল রাতে গৃহবধূকে দেখে নিবে বলে হুমকি দিয়ে সটকে পড়ে। ভয়ে গৃহবধূ বাড়ি ছেড়ে তার স্বামীর ছোট ভাইয়ের বাড়ি রয়েছে। ওই এলাকার ইউপি সদস্যসহ গ্রাম প্রধানদের কাছে বিচার না পেরে ১৩ জুলাই সোমবার রাত সাড়ে আটটার দিকে গ্রহবধু বাদি হয়ে ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান অভিযোগ প্রাপ্তিস্বীকার করেন।
#চলনবিলের আলো / আপন