শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

ই-পেপার

মানব সেবার জন্যই আমরা আছি – মেয়র রাসেল

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১, ৪:৪১ অপরাহ্ণ

‘মানুষের কল্যাণে কাজ করতে,মানব সেবার জন্যই আমরা সদা প্রস্তুত আছি। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত শ্বাসকষ্ট ব্যক্তিদের বিনা মূল্যে ভাঙ্গুড়া পৌরসভার পক্ষ থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে। পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় করোনা আক্রান্ত শ্বাসকষ্টজনিত রোগীদের অক্সিজেন সেবা চালু পৌরসভার সম্মেলন কক্ষে বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলি বলেন, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল।

মেয়র আরও জানান, করোনা কালীন বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করার লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে ৩০ টি অক্সিজেন সিলিন্ডার ক্রয় করা হয়েছে। বেসরকারি ক্লিনিক ভাঙ্গুড়া হেলথ্ কেয়ারে ২০টি ও নিরাপদ হাসপাতাল ১০ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহায়তা করতে রাজি হয়েছেন। অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে ২৪টি অক্সিজেন সিলিন্ডার। সবমিলে এ উপজেলায় ৮৪ টি সিলিন্ডার মজুদ আছে। এই সেবায় উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউএনও , উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, ভাঙ্গুড়া থানার ওসিসহ সকলের সমন্বয়ে ডাক্তারের পরামর্শে যে রোগির অক্সিজেন প্রয়োজন হবে অতি দ্রুত সেখানে পৌরসভার পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার পৌছে দেওয়া হবে। এ সেবায় পৌরসভায় একটি হট লাইন চালু করার সিধান্ত হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোছাঃ হালিমা খানম, ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান, প্যানেল মেয়র ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বরাত আলী, কাউন্সিলর বৃন্দ সচিব উত্তম কুমারসহ সাংবাদিক বৃন্দ ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর