সিরাজগঞ্জ প্রতিনিধি :
বর্ষীয়ান রাজনীতিবিদ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।
শনিবার (১৩ জুন) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তিনি আরও বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে মরহুম নাসিমের র“হের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।