রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

ই-পেপার

পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্দ্যেগে করোনায় ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

রফিকুল ইসলাম সজীব,স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: বুধবার, ১৪ জুলাই, ২০২১, ১১:৫৯ অপরাহ্ণ

মহামরী করোনা ভাইরাসের প্রভাবে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পওয়ায় পুরো দেশের ন্যায় পাবনাতেও অক্সিজেন সংকট দেখা দিয়েছে। তাই এই সংকট কিছুটা দূর করতে পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র উদ্যোগে জেলা সদরসহ সকল উপজেলায় মিলে ৫০টি অক্সিজেন সিলিন্ডার, ১০০টি অক্সিজেন মাস্ক এবং ১০টি অক্সি মিটার প্রদান করা হয়।

পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র সভাপতি ও দূদক’র সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু এবং সাধারণ সম্পাদক ও রেলপথ মন্ত্রনালয়ের সচিব মো. সেলিম রেজা তত্বাবধায়নে বুধবার (১৪’জুলাই ২১ইং) পাবনা সিভিল সার্জন কার্যালয়ে বিকাল সাড়ে ৫ টায় এসব উপকরণ দেওয়া হয়।

এসময় সময় উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাহেদ পারভেজ,
পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিৎ নাগ, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. স. ম আব্দুর রহিম পাকন, দপ্তর সম্পাদক মহিউদ্দিন ভূইয়া,পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারি পরিচালক ডা. আবু সালেহ, পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও সময় টিভির পাবনা জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদসহ প্রমূখ।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর