সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী মহিলা কলেজ মাঠে গোপনে কুরবানির হাট বসালেও প্রশাসন গুড়িয়ে দিয়েছে।মঙ্গলবার সকাল ১১ টায় হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম সশরীরে উপস্থিত হয়ে ৫ মিনিটের মধ্যে হাট ছাড়ার নির্দেশ দিলে ব্যবসায়ীরা দ্রুত হাট ত্যাগ করে।
জানা যায় ,করোনা মহামারির কারণে জেলার সকল প্রকার পশুরহাট নিষিদ্ধ করা হয়েছে।তারপরও হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বাজারের ইজারাদার অধ্যক্ষ রিয়াজুল ইমলাম সরকার মঙ্গলবার সকালে পার্শবর্তী মহিলা কলেজ মাঠে এবং তহশিল অফিস মাঠে পশুর হাট বসায়।গরু ব্যবসায়ী ও ফড়িয়ারা ওই অস্থায়ী হাটে কেনাবেচা শুরু করে।খবর পেয়ে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম সশরীরে সেখানে উপস্থিত হয়ে হাটে হানা দেয় এবং ৫ মিনিটের মধ্যে হাট ছাড়ার জন্য পশু বিক্রেতাদের প্রতি মাইকে নির্দেশনা জারি করেন।অন্যথায় প্রত্যেক পশু বিক্রেতাকে পৃথক পৃথকভাবে এবং ইজারাদারকেও জরিমানা করার ঘোষনা করা হবে বলে জানান।এ অবস্থায় পশু বিক্রেতারা অবস্থা বেগতিক দেখে পশু নিয়ে দ্রুত হাট ত্যাগ করেন।
এ ব্যাপারে কাঠালডাঙ্গী হাটের ইজারাদার অধ্যক্ষ রিয়াজুল ইসলাম সরকার জানান, সরকারি নির্দেশনা মোতাবেক কাঠালডাঙ্গী বাজারে পশু বেচাকেনা বন্ধ রয়েছে।মঙ্গলবার স্থানীয় কিছু ফড়িয়া তহসিল অফিস মাঠে গরু ছাগল জমায়েত করে গাড়িতে করে যাদুরানি হাটে নিয়ে যাওয়ার চেষ্টা করে।তখন ইউএনও সাহেব সেখানে হাজির হলে পশু মালিকরা পশু নিয়ে দ্রুত নিজ নিজ বাড়ি অভিমুখে যায়।
#চলনবিলের আলো / আপন