ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল ও তার সহধর্মিণী মোছাঃ: রেখা আক্তার (প্রধান শিক্ষিকা) করোনা আক্রান্ত হওয়ায় রোগমুক্তি কামনা করেন এবং সেই সাথে উপজেলা বাসীর কাছে তাদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা অধ্যক্ষ একেএম শামীম ফেরদৌস টগর।
বঙ্গবন্ধুর আদর্শে গড়া এই নেতা সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের ফোনে এসব কথা জানান।
তিনি আরো জানান, আমাদের এ উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধির মাত্রা দিন দিন বেড়ে চলছে। তবে করোনা রোধে সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সতর্কতার সঙ্গে চলার আহ্বান জানান তিনি।
#চলনবিলের আলো / আপন