মান্নান নগরে বাজারে সয়াবিন তেলের দাম বেড়েছে শাকসবজির দাম ও ঔসুধের দাম ঊর্ধ্বমুখী। সোমবার (১২জুলাই) বিকেলে মান্নান নগর বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
মান্নান নগর বিক্রেতা আঃ ছাত্তার বলেন, নতুন বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৬০ টাকা, খোলা সয়াবিন তেল ১৩০ থেকে ১৩৫ টাকা লিটার এবং পামওয়েল ১২০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে।
ওই বাজারে মাসকলাই ৯৫ থেকে ১৩০ টাকা, বড় মসুর ডাল ৭৫ টাকা, ছোট মসুর ডাল ১২০, খেসারি ৬০, অ্যাংকর ৪০, বুটের ডাল ৮০, মুগ ডাল ১৪০, ছোলা বুট ৭০ এবং চিনি ৭০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
মান্নান নগর বাজারের তৈল বিক্রেতা আঃ ছাত্তার মিয়া সয়াবিন তৈল ১৬০ বিক্রি করেছি তিনি বলেন,
একই বাজারের মুরগি বিক্রেতা রেজাউল করিম বলেন, ব্রয়লার মুরগি ১৪০ টাকা, সোনালি ২০০ টাকা, সাদা কক ১৮০ টাকা কেজি, লেয়ার ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দেশি মুরগির ডিম ৫৫ টাকা হালি, হাঁসের ডিমের হালি ৫০ এবং ফার্মের মুরগির ডিম ৩০ টাকা হালি বিক্রি হতে দেখা গেছে।
বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী। গাজর প্রতি কেজি ৯০ টাকা, কচুরমুখী ৪০ টাকা, টমেটো ৯০, কাঁচামরিচ ৪০, বেগুন ৩০, শসা ৪০, পটোল ৪০, ঢেঁড়স ৩০, পেঁপে ৩০, চিচিঙ্গা ৪০, বরবটি ৫০, মিষ্টি কুমড়া ৪০ টাকা পিস, করলা ৬০ টাকা কেজি, কাঁচকলা ৩০ এবং লেবু ১৫ টাকা হালি বিক্রি হচ্ছে।
এছাড়া পেঁয়াজ ৩৫ টাকা, রসুন ৬০ টাকা, দেশি আলু ৪০ টাকা, হলেন্ডার আলু ৪০ টাকা এবং আদা ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মান্নান নগর বাজারে।
বাজারের মাছ বিক্রেতা শাহীন আলম বলেন, পাঙ্গাশ ১৪০ টাকা, রুই ৩২০ টাকা, সিলভার কার্প টাকা, মাগুর মাছ ৫০০ টাকা কেজি, বাউস ১৫০ টাকা, তেলাপিয়া ১৪০ এবং শিং মাছ ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
#চলনবিলের আলো / আপন