সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন

ই-পেপার

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জে আ’লীগের ৭ দিনের শোক ঘোষণা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৩ জুন, ২০২০, ৫:১৭ অপরাহ্ণ

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর সন্তান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলাব্যাপী ৭ দিনের শোক ঘোষণা ও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-আগামী ৭ দিনব্যাপী মরহুম মোহাম্মদ নাসিম এমপির স্মরণে সিরাজগঞ্জ জেলার আওয়ামী লীগের সব ইউনিটের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, একই সঙ্গে মরহুমের স্মরণে সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের অধীনস্থ সর্বস্তরের নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ।

 

মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত ও শান্তি কামনায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগামী ৩ দিনব্যাপী কোরআনখানির আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সব কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সিরাজগঞ্জ জেলার সব ইউনিটের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর