বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

গণমাধ্যমে প্রকাশের পর একটি জেনারেটর বদলে দিল হাসপাতালের চালচিত্র

শাহজাদপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধি
আপডেট সময়: রবিবার, ১১ জুলাই, ২০২১, ৬:০৬ অপরাহ্ণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বাক্সবন্দিএকটি জেনারেটর বদলে দিয়েছে হাসপাতালটির চালচিত্র । বিদ্যুতের আসা যাওয়া খেলায় অতিষ্ঠ হয়ে উঠেছিল হাসপাতালের রোগী, নার্স আর চিকিৎসকেরা । দিন গেছে, মাস গেছে , বছরও গেছে । তবু বিদ্যুতের লুকোচুরি খেলা শেষ হযনি । বিষয়টি হাসপাতাল কতৃপক্ষের কাছে গা সওয়া হয়ে গিয়েছিল । দীর্ঘ দিন হাসপাতালে বাক্সবন্দি হয়ে পরে থাকা জেনারেটরটি চালুর ব্যবস্থা নেওয়া হয়নি ।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ পায় । সংবাদটি প্রকাশের পর এ হাসপাতালে দায়িত্বরত বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম খান নয়নের বিষয়টি দৃষ্টিগোচর হয় । ১৭ বছর বাক্সবন্দি জেরারেটরটি চালুর জন্য তিনি উর্ধ্বতন কতৃপক্ষের কাছে চিঠি লেখেন । এরপর চালুর অনুমতি দেওয়া হয় । কর্তৃপক্ষ জানান গত ৪মাস আগে এ জেনারেটরটি চালু করা হয়েছে । ডিজেল চালিত জেনারেটরটি চালু হওয়ার পর এ হাসপাতালে অপারেশন থেকে শুরু করে সব কিছুই চলছে স্বাভাবিক গতিতে ।

এ বিষয় জানতে চাইলে হাসপাতালে দায়িত্বরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ( টিএইচ এ) আমিনুল ইসলাম খান জানান, অধিক ক্ষমতা সম্পন্ন ডিজেল চালিত এই জেনারেটরটি চালু হওয়ার পর এক মিনিটের জন্য বিদ্যুৎ নিয়ে আর কোন সমস্য হযনি হাসপাতালে।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর