সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় সাহাতন বেগম (৩৪) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শনিবার সকাল সাড়ে ৯টায় সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া শেরকোল গ্রামে নিজ ঘরে গোলায় ফাঁস দিলে তার মৃত্যু হয়। নিহত গৃহবধূ আগপাড়া শেরকোল গ্রামের বাবলু মিয়ার স্ত্রী বলে জানা গেছে। সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, পিতার ওপর অভিমান করে মেয়েটি এই ঘটনা ঘটিয়েছে। তবে মেয়েটি অসুস্থ্য ছিল। এবিষয়ে কোন অভিযোগ কারী না পাওয়া পারিবারিক ভাবে দাফনের সিদ্ধান্ত হয়েছে।