রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

ই-পেপার

টেবুনিয়ায় সাড়া ফেলেছে রাজা-বাদশা ষাঁড়

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৯ জুলাই, ২০২১, ৬:৪৫ অপরাহ্ণ

পাবনা সদরে মালিগাছা ইউনিয়নের কাজী মোঃ শামসুল আলম। শখের বসে দুইটি গরু কিনে কোরবানীর ঈদে বিক্রয় করবেন বলে তার মনে স্বপ্ন জাগে। অভাবের সংসারে দুইটি গরু বড় করে তুলেছেন তিনি। গরু দুইটি নাম রেখেছেন রাজা-বাদশা।

তিনি পবিত্র ঈদ-উল আযহায় বিক্রি করবেন বলে চিন্তা করেছেন। গরু দুইটি বয়স হয়েছে বছর দুয়েক। ওজন প্রায় রাজা ৩২ মণ, বাদশা ২৫ মণ। উচচতা রাজা সাড়ে ৬ ফুট, লম্বা সাড়ে ১০ ফুট, বাদশা উচচতা সাড়ে ৫ ফুট, লম্বা সাড়ে ৯ ফুট। তিনি রাজার দাম চাচ্ছেন ১৬ লাখ টাকা, বাদশার দাম চাচ্ছেন ১২ লাখ টাকা। তবে টেবুনিয়ায় এর আগে এর চেয়ে বড় গরু আর দেখা যায়নি। গরু দুইটি দেখার জন্য প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ভীড় জোমাচ্ছেন উৎসুক স্থানীয় লোকজনতা ও ব্যাপারীরা।

কাজী শামসুল আলম জানান, আমি অনেক কষ্ট করে আমার দুই গরু রাজা বাদশাকে লালন পালন করেছি। খায়ে না খায়ে গরু দুইটি কখনো অনাহারে রাখিনি। তিনি গরু দুইটি ভালো দাম পেলে বিক্রি করবেন বলে আশাবাদী। করোনা ভাইরাস সংক্রমণে বাজারে তোলা সম্ভব নয়, তাই যাহারা গরু কিনতে আগ্রহী তাদের এই মোবাইল ০১৭১১৪৭৬৬৮৯ নম্বরে যোগাযোগ করতে বলেছেন তিনি ।

 

 

#চলনবিলের আলো / আপন

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর