সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে সৌন্দর্য বিলাচ্ছে মাঠভরা হলুদ, সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা; কৃষকের মুখে হাসি সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম  দুর্ভোগে পথচারীরা বাগেরহাটে উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা উদ্ভোধন সাতক্ষীরায় সাংবাদিক হত্যা চেষ্টা মামলায় ৪ দিন অতিবাহিত,আটক হয়নি সন্ত্রাসী রমজান বাহিনীর প্রধান দৌলতপুরে বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন  অভয়নগরে সাবেক চেয়ারম্যান কামাল গ্রেফতার “ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ এর উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’” বীরগঞ্জে এ্যালামনাই এসোসিয়েশন সেমিনার অনুষ্ঠিত

ব্রাজিল ৫–০ গোলে হারাবে আর্জেন্টিনাকে – ব্রাজিলের প্রেসিডেন্ট

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ৯ জুলাই, ২০২১, ১২:৩৪ অপরাহ্ণ

ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হওয়া মানে জিবে জল আনা লড়াই। এমন ম্যাচে আবার অনেকেরই জিবের লাগাম ছুটে যায়।

পছন্দের দলের হয়ে বেমক্কা অনেক কিছু বলে বসেন অনেকেই। তবে সাধারণ সমর্থকেরা এমন কিছু বললে না হয় উড়িয়ে দেওয়া যায়। কিন্তু ভরা মজলিশে কথাটা যদি বলেন স্বয়ং ব্রাজিলের প্রেসিডেন্ট!

আর কথাটা যদি হয়, কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে ব্রাজিল এক-দুই গোল নয় ৫-০ গোলে হারাবে, তাহলে!

দক্ষিণ আমেরিকা মহাদেশের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সঙ্গে অনলাইন বৈঠকে বসেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। সেখানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

এ সময় বলসোনারো বলেন, ‘মারাকানায় শনিবার একমাত্র (ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল) দ্বৈরথটি হবে। আমার মতে ব্রাজিল ৫-০ গোলে জিতবে।’ কথাটি বলার সময় হাতের পাঁচটি আঙুলও তুলে দেখান বলসোনারো। ব্রাজিল প্রেসিডেন্টের কথায় মুচকি হাসেন আলবার্তো ফার্নান্দেজ।

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো।

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো।
ছবি: রয়টার্স

বাংলাদেশ সময় রোববার ভোর ৬টায় কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তির এ লড়াইয়ের মোড়কে মুখোমুখি হবেন সময়ের অন্যতম দুই সেরা তারকা লিওনেল মেসি ও নেইমার। সেমিফাইনালে পেরুকে হারিয়ে ফাইনালে উঠে আসে ব্রাজিল। অন্য সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়া নিশ্চিত করে আর্জেন্টিনা।

২০১৯ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। চোটের কারণে সে টুর্নামেন্টে খেলেননি নেইমার। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এ দ্বৈরথে বাগ্‌যুদ্ধ নতুন কিছু নয়।

ব্রাজিল তারকা রিচার্লিসন যেমন মনে করেন, এটাই স্বাভাবিক এবং মাঠে তারা তিল পরিমাণ ছাড় দেবেন না আর্জেন্টিনাকে, ‘আমরা সামলে নিতে পারব। এগুলো তো শুধু কথা নয়। মাঠের খেলায় কথার ছাপ থাকবে।’ আর্জেন্টিনার সেরা তারকা মেসি হওয়ায় স্বাভাবিকভাবেই তাঁকে আটকানোর পরিকল্পনা নিয়ে মাঠে নামবে ব্রাজিল।

সেমিফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠে আসে আর্জেন্টিনা।

সেমিফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠে আসে আর্জেন্টিনা।
ছবি: এএফপি

এ নিয়ে ব্রাজিলের রক্ষণাত্মক মিডফিল্ডার কাসেমিরো বলেন, ‘মেসি যে প্রান্তে খেলে সেখানে আমি খেলি, এর আগে অনেক ম্যাচেই আমরা মুখোমুখি হয়েছি। তবে আমি একা কাউকে আটকে রাখতে পারব না। এ জন্য সতীর্থদের সাহায্য দরকার। আর মাঠে শুধু একজন খেলোয়াড়কে কেউ আটকে রাখে না। একটা দল ১১ জন নিয়ে খেলে, ১১জন নিয়ে রক্ষণ সামলায়, আক্রমণও করে ১১ জন নিয়েই।’

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর