সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভিতর দিয়ে বয়ে যাওয়া করোতোয়া নদীর কোল ঘেষে ঘাটিনা এলাকা বর্ষা মৌসুমে যৌবন ফিরে পেয়েছে। মরা নদীর বুকে আবারও পানি থইথই করছে। শুষ্ক মৌসুমে এই নদীতে পানি মিলত না। নদীটি মিশে গিয়েছিল সমতল ফসলি জমির সঙ্গে। সেখানে ফলত ফসল। নদীর তলদেশে অনেক কৃষক ধান সহ সবজী চাষাবাদ করতো। চৈত্র-বৈশাখ মাসে নদীতে মানুষ বালির মধ্যে দিয়ে হেঁটে পাড় হতো। সেই নদী এখন পানিতে একাকার হয়ে আছে। জেলেরা তাদের ইচ্ছে মত নদীতে মাছ ধরতে ব্যস্ত। আর এই সময় জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে।
এ সময় কথা হয় শাহজাহানপুর গ্রামের এক জেলের সাথে তিনি বলেন,এখন বর্ষা মৌসুম নদীতে নতুন পানি এসেছে। আর নদীতে এখন বন্যার পানিতে নতুন মাছ ধরা হচ্ছে। নদীতে বিভিন্ন ধরনের মাছ ধরার যন্ত্র দিয়ে যে যার মত মাছ শিকার করছে। নতুন পানির মাছ হওয়ায় বাজারে এই মাছের চাহিদাও বেশ ভালো। অনেক দূর থেকে আমাদের স্থানীয় এই শাহজাহানপুর বাজারে অনেক মানুষ মাছ কিনতে আসে। তবে বর্তমানে করোনার কারনে সর্বত্র লকডাইন হওয়ায় বাজারে ক্রেতার সংখ্যা খুবই কম।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা মৎস কর্মকর্তা বায়েজীদ আলম বলেন,বর্ষা মৌসুমে অনেক জেলেই নদীতে মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তবে তাদের বৈধ জিনিষ দিয়ে মাছ শিকার করতে হবে। নদীতে বাদাই জাল,চায়না জালসহ বানা দিয়ে ঘিরে মাছ শিকার করা যাবে না।করতোয়া নদীর ঘাটিনা এলাকার পাশে অভায়শ্রম রয়েছে। অভায়শ্রমের ভিতরে গিয়ে মাছ ধরা যাবে না।
#চলনবিলের আলো / আপন