আজ ৮ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ৩ দিন ব্যাপী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলার বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন (বেলকুচি-চৌহালী) আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মমিন মন্ডল।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গাজী দেলখোশ আলী প্রাং, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, চৌহালী উপজেলা আ’লীগের সভাপতি তাজ উদ্দিন, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাবিব মিল্লাত, পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদ ও সাধারন সম্পাদক সৌরভ আহাম্মেদ উৎসসহ আরো অনেকে।
#চলনবিলের আলো / আপন