রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

ই-পেপার

পাবনায় অতীতের সব রেডর্ক ভেঙে সর্বোচ্চ আক্রান্ত ২৯১ জন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ৭ জুলাই, ২০২১, ৭:২১ অপরাহ্ণ

আগের যেকোনও দিনের চেয়ে পাবনায় করোনা ভাইরাসের সংক্রমণ সর্বোচ্চ পর্যায় পৌছেছে। গেল ২৪ ঘণ্টায় জেলায় আক্রান্ত হয়েছে ২৯১ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৮১৮ জন। গতকাল রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে পাবনায়।

আজ বুধবার দুুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে ২৪ ঘন্টায় পাবনায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ পর্যন্ত করোনা ভাইরাসে পাবনায় মোট মৃত্যুর সংখ্যা ২৫ জন।

পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী জানান, গেল ২৪ ঘণ্টায় পাবনায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩৪ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার ৭২৬ জন। এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৭ জন। বাকিরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। তিনি মানুষকে আরো সচেতন হওয়ার আহবান জানান।

উল্লেখ্য, ২০২০ সালের ৯ মে পাবনার চাটমোহর উপজেলায় নারায়ণগঞ্জ ফেরত এক শ্রমিকের শরীরের প্রথম করোনা রোগ শনাক্ত হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর